![]() |
মাদক ব্যবসায়ীদের হামলায় এসআই আহত, আটক ৬ |
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক উপ-পরির্দশক (এসআই) আহত হয়েছেন।
স্থানীয়রা আহত এসআই সামছুল হক সরকারকে উদ্ধার করে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বুধবার রাতে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষেরবাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদকে গ্রেফতার করতে যায়। তাকে না পেয়ে ফিরে আসার সময় পেছন থেকে জাহিদের সহযোগীরা হত্যার উদ্দেশ্যে এসআই সামছুল হক সরকারকে ছুরিকাঘাত করেছে। এ সময় ছুরিকাঘাত পিঠে না লেগে হাতে লেগেছে। এতে মারাত্মক রক্তক্ষরণ হয়। স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সামছুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ