Header Ads Widget

আটোয়ারীতে বিএমইউজে'র নতুন কমিটি: অধিকার আদায়ে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত সাংবাদিক সমাজ।

 

আটোয়ারীতে বিএমইউজে'র নতুন কমিটি: অধিকার আদায়ে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত সাংবাদিক সমাজ।

আটোয়ারীতে বিএমইউজে'র নতুন কমিটি: অধিকার আদায়ে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত সাংবাদিক সমাজ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মুখরিত হলো সাংবাদিক অঙ্গন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর নবগঠিত উপজেলা শাখার অভিষেক ও আলোচনা সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের ইস্পাতকঠিন ঐক্যের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। এই আয়োজনটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণার সঞ্চার করেছে।

অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে প্রধান অতিথির ভাষণে বিএমইউজে'র পঞ্চগড় জেলা সভাপতি শাহিন আলম আশিক বলেন, "যেকোনো অন্যায়-অসত্যের বিরুদ্ধে সাংবাদিকদের কলম গর্জে উঠবে—এটাই স্বাভাবিক। কিন্তু এই সত্য প্রকাশের পথচলায় নানা হুমকি ও চাপ আসে। এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করে টিকে থাকতে হলে আমাদের ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। একতাই আমাদের মূল চালিকাশক্তি।"

বিশেষ অতিথি হিসেবে জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইরান ও সিনিয়র সহ-সভাপতি ইভেন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আটোয়ারীর সাংবাদিকদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে জেলা কমিটি সর্বদা তাদের পাশে থাকবে।

সভার শুরুতে নবগঠিত কমিটির সভাপতি মোঃ জারিফ হোসেন চৌধুরী মনি ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া-কে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা আগত অতিথিদের স্বাগত জানান। উল্লেখ্য, গত ২৬ জুলাই, ২০২৪ তারিখে বিএমইউজে’র কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমরা সকল ভেদাভেদ ভুলে আটোয়ারীর সকল সাংবাদিকদের নিয়ে একটি পরিবার হিসেবে কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"

আলোচনা সভায় আরও প্রাণবন্ত বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আলী, শাহাজাহান আলী বাদল, আবু জোহা, আরিফুজ্জামান রুবেল, মোঃ আব্দুস সোবহান, আরাফাত, আব্দুস সামাদ, নোমান, হোসেন সরকার সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে এক আবেগঘন দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আয়োজনটি আটোয়ারীর সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে, যা আগামী দিনে তাদের পথচলার প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ