Header Ads Widget

সবাইকে দেখতে গিয়েই বাংলাদেশ দলের এমন বিপর্যয় ঘটে।

 

সবাইকে দেখতে গিয়েই বাংলাদেশ দলের এমন বিপর্যয় ঘটে।

সংবাদ সম্মেলনকক্ষ থেকে উঠে যাওয়ার সময় লিটন দাসের পিঠ চাপড়ে দিলেন সালমান আগা। ‘ওকে কঠিন প্রশ্ন করুন,যাওয়ার সময় পাকিস্তান অধিনায়ক রসিকতার সুরে সাংবাদিকদের করে গেলেন ওই অনুরোধও।

 লিটনের সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিও হলো সে রকম পাকিস্তানকে ধবলধোলাই করার হাতছানি সামনে রেখে কেন একাদশে ৫ পরিবর্তন?

উত্তরে তিনি জানালেন, তাঁরা মূলত বেঞ্চের শক্তিই পরীক্ষা করতে চেয়েছিলেন। সুযোগ দিতে চেয়েছিলেন স্কোয়াডের সবাইকে। 

এশিয়া কাপের আগে এটিই শেষ সিরিজ বাংলাদেশের। সে কারণেই সবাইকে দেখে নেওয়ার সুযোগটা নেওয়া।
এই পরীক্ষায় দল হিসেবে বাংলাদেশ ‘ফেল’ই করেছে বলতে হয়। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা লিটনরা কাল শেষ ম্যাচে হেরে গেছেন ৭৪ রানে। 

তবু পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি–টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ ছিল অধিনায়কের কণ্ঠে।

এমন আনন্দের উপলক্ষ এনে দেওয়ার কৃতিত্বটা সিরিজ শেষে বোলারদেরই দিয়েছেন লিটন, ‘এই সিরিজ জয়ে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল।

 প্রথম ম্যাচে তাদের ১১০ রানে অলআউট করা, দ্বিতীয় ম্যাচে ১৩৫ রান ডিফেন্ড করা। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল।’ শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ রান করে ফেললেও বোলারদের কোনো দায় দিতে চাননি লিটন,তাঁর তুরুপের তাস আসলে বোলাররাই। 

এ জন্যই বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে তাসকিন শরিফুলদের। সামনে এশিয়া কাপ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুই সিরিজ জিতে স্বপ্নের ফানুসও বাংলাদেশ ওড়াতে শুরু করেছে ইতিমধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ