![]() |
উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে: মজিবুর রহমান। |
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের পরদিন সেখানে বিক্ষোভের মুখে দুই উপদেষ্টার অবরুদ্ধ থাকা এবং সচিবালয়ে বিশৃঙ্খলা উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)।
এই দুই ঘটনার মাধ্যমে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে উল্লেখ করে তিনি এই ‘দুর্বল সরকার’ দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মজিবুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
মজিবুর রহমান বলেন, সরকার কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটি সরকারের একটি বড় ব্যর্থতা। সরকারের গ্রহণযোগ্যতা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অংশীদার এবং গণ-অভ্যুত্থানের নায়কদেরও গ্রহণযোগ্যতাও কমেছে।
গণ-অভ্যুত্থানের অংশীদারদের অনৈক্যের পেছনে সুনির্দিষ্টভাবে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন,
গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর বিভেদের কারণেই ফ্যাসিবাদ বারবার সুযোগ নিচ্ছে।
সংস্কার ও সঠিক সময়ে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়ের বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে জানান মজিবুর রহমান। তিনি বলেন, ‘তাঁকে (প্রধান উপদেষ্টা) বলেছি, আপনি যদি প্রয়োজনীয় সংস্কার করতে না পারেন, আবার ভালো নির্বাচনও নিশ্চিত করা সম্ভব না মনে করেন, তাহলে পদত্যাগ করে চলে আসুন।
সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী সব পক্ষ মিলে আপনার নেতৃত্বে আমরা একটা নির্বাচনী অ্যালায়েন্স করি।’
সরকার এনসিপির প্রতি ‘পক্ষপাতদুষ্ট’
এ সময় মঙ্গলবার রাতে আলাদাভাবে চারটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে জানান গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, চারটি দলকে কোন প্রক্রিয়ায় বড় বা প্রধান দল হিসেবে নির্বাচন করা হলো? এর মধ্যে একটি দল সদ্য গঠিত, যাদের নিবন্ধন নেই।
নুরুল হক বলেন, সরকারের ভূমিকায় দেখা যাচ্ছে, তারা এনসিপির প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ ভূমিকা পালন করছে। সরকার নিরপেক্ষতা হারালে জনসমর্থন হারাবে। ফলে আগামী দিনে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন দেখা দেবে।
0 মন্তব্যসমূহ