Header Ads Widget

অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে:- এবি পার্টি।

 

অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে:- এবি পার্টি।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয়, তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন।

 কিন্তু সেই উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেননি। অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে, আমরা যত বড় অবদানই রাখি না কেন, একদিন সবাইকেই আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।’

 চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।মজিবুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নেতৃত্বে সংঘটিত হয়নি। সংখ্যার বাহাদুরি দিয়ে গণ-অভ্যুত্থান হয় না।

 চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থান তারই প্রমাণ। শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, এক আবু সাঈদই সব রাজনৈতিক দলের চেয়ে বড়।

আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুক সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন নগর সদস্যসচিব সৈয়দ আবুল কাশেম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. দিদারুল আলম, নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, 

মুক্তিযুদ্ধবিষয়ক সহসম্পাদক হায়দার আলী চৌধুরী, নগর শাখার যুগ্ম সদস্যসচিব যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম, 

পার্টির নগর সমন্বয়ক আব্দুর রহমান, সহসমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ